মহাসড়ক সংকেত কাকে বলে এ-সম্পর্কে আজকে বিস্তর আলোচনা করা হবে। আজকের আলোচনায় থাকছে বাহুর সংকেত, আলোর সংকেত, নিয়ন্ত্রণ সংকেত, তথ্যমূলক সংকেত,ইত্যাদি নিয়ে পরিষ্কার আলোচনা করা হবে। এছাড়াও নির্দেশক সংকেত সতর্কতামূলক সংকেত ফ এবিষয়েও আলোচনাথাকছে। তাই সময় নিয়ে পুরো পোস্টটি পাড়ার অনুরোধ রইলো। তাহলে চলুন মূল আলোচনা চলে যাই।

মহাসড়ক সংকেত কাকে বলে?
বাহুর সংকেত, আলোর সংকেত, নিয়ন্ত্রণ সংকেত, তথ্যমূলক সংকেত, সতর্কতামুলক সংকেত ইত্যাদিকে মহাসরকের সংকেত বলে। তাই ট্রাফিক সংকেত নিয়ে ধারাবাহিক ভাবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
বাহুর সংকেত
আমরা দেখতে পাই অনেক সময় ড্রাইভার, পুলিশ বা ট্রাফিক, এজেন্সি কর্মকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বাহু, হাত, আঙ্গুলের মাধ্যমে আমাদের সংকেত দিয়ে থাকেন। মূলত এটাকেি বাহুর সংকেত বলা হয়। তবে এই সংকেতের দ্বারা অনেক দূর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই বাহুর সংকেতকে মূল্যায়ন করা উচিত। এবং রাস্তায় চলার সময় এই সলকের দিকে নজর রাখা আমাদের জন্য খুবই প্রয়োজন।
আলোর সংকেত
আমরা যখন সড়কে যাতায়াত করি তখন আমাদেরকে অনেক ট্রাফিক সংকেত খেয়াল খেয়াল করি। রাস্তার মোড়ে কিছু সংকেত ট্রাফিক পুলিশ বা ল্যামপোষ্টে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন রং এর আলোর সংকেতের মাধ্যমে দিয়ে থাকেন যেমন:-লাল, হলুদ,সবুজ। এগুলো জেনে রাখলে দৈনন্দিন কাজে চলাচলের সময় অনেকাংশে দুর্ঘটনা থেকে রক্ষা করে।
নিয়ন্ত্রণ সংকেত
রাস্তায় বিভিন্ন জায়গায় ও মোরে ট্রাফিক পুলিশ যানবাহন ও পথচারী চলাচল সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করে।
- লাল বাতির সংকেতঃ দিলে গাড়ি থামার নির্দেশ করে।
- সবুজ বাতির সংকেতঃ গাড়ি চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়।
- হলুদ বাতির সংকেতঃ গাড়ি চলার বা থামার জন্য অপেক্ষা করে।
আমাদেরকে এই নিয়ন্ত্রণ সংকেতের মাধ্যমে রাস্তায় যানবাহন ও পথচারী যাতায়াতের সুবিধা করে দেন এতে একে অপরের সাথে সংঘর্ষ সংঘটিত হয় না। এ আইন অমান্য করলে তাকে শাস্তি আওতায় আনা হয়।তাই এ সম্পর্কে খেয়াল করা খুবই প্রয়োজন এতে করে সড়কে দুর্ঘটনা কম ও শাস্তি এড়ানো যায়।
তথ্যমুলক সংকেত
আমরা যখন কোথাও যাওয়ার জন্য রওনা দেই দেখা গেছে বহুমুখী রাস্তা পরে আমরা কোন দিকে যাব তা বুঝতে সমস্যা হয় এ জন্য রাস্তার উপরে শহরের নাম লিখে তীর চিন্হ দিয়ে সংকেত দেওয়া থাকে।তাছারা কোন রাস্তা বন্ধ থাকলে কোন রাস্তা ব্যাবহার করতে হবে সে গুলো লেখা বা তথ্যমু্লক ট্রাফিক চিহ্নাবলী দেওয়া হয়। তথ্যমুলক সংকেত এর মাধ্যম আমাদের কে সঠিক গন্তব্য পৌঁছাতে সাহায্য করে।

নির্দেশক সংকেত
নির্দেশক সংকেত সাধারণত ট্রাফিক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সঠিক ভাবে ব্যাবহার করার জন্য ব্যাবহারিত হয়।যেখানে বাস থামে সেখানে থাকে বাস স্টপ সংকেত দেওয়া থাকে, কিছু যায়গায় রাস্তায় গতি সীমা নির্ধরন করে ৪০,৫০,৬০,৮০ কিলোমিটার,গতি সীমা নির্ধরন সংকেত করে দেওয়া হয়, পথচারীদের জন্য রাস্তা পারাপার সংকেত দিয়ে নির্দেশনা দেওয়া থাকে। এগলো মেনে আমাদের চলতে হয় না হলে আইন ভঙ্গ হয় এতে দেশীয় আইন অনুযায়ী শাস্তি হতে পারে।
সতর্কতার সংকেত
যে সংকেত গুলো কোন ধরনের বিপদ অথবা ঝুকি সম্পর্কে আগাম চালককে সতর্ক থাকার জন্য সচেতন করে তাকে সতর্কতা সংকেত বলে যেমন;রাস্তায় মোর,রাস্তা কাটা,রাস্তা সরু,ঝুঁকি পুর্ন ব্রিজ ইত্যাদি।
- রাস্তায় মোর: সড়কের কোথাও মোর বা উ টার্ন থাকলে সতর্কতা সংকেত থাকে যে সামনে মোর বা উ টার্ন আছে।
- রাস্তা কাটা: রাস্তার কোন যায়গা কাটা হলে এই সংকেত ব্যবহার করে যা দেখে চালক বুঝতে পারে সামনে রাস্তা কাটা আছে।
- সরু রাস্তা: সামনে সরু রাস্তা থাকলে সতর্কতা সংকেত ব্যাবহার করে এতে করে চালক আগেই জানতে পারে।
- ঝুঁকি পুর্ন ব্রিজ: মহা সড়কে ঝুঁকি পুর্ন ব্রিজ থাকলে এ সংকেত দিয়ে ড্রাইভার আগেই যাতে সাবধান হতে পারে।
সতর্কতা সংকেত ব্যাবহার করে মহাসড়কের চলাচল কারি যানবাহন ও পথচারী কে সতর্ক করে যাতে দুর্ঘটনা কম হয়।
সংকেতের উপাদন
মহাসড়কে সংকেত দেওয়ার জন্য যে সকল রং এর উপাদান ব্যবহার করা হয় যেমন; লাল,সবুজ,হলুদ সাদা।
- লাল রং: থামার জন্য বা সামনে ঝুঁকি আছে এমন জায়গায় সংকেত লাল রং দেওয়া হয়।
- সবুজ রং: চলাচল বা তথ্যসংক্রান্ত সংকেত ব্যবহার হয়।
- হলুদ রং: সামনে অগ্রসর বা থামার জন্য সতর্ক থাকার সংকেতে এ রং দেওয়া হয়।
- সাদা রং: মহাসড়কের গাড়ির লেন বা লাইন ঠিক রাখার জন্য রাস্তা উপর সাদা রং এর দাগ কাটা থাকে।
যাইহোক, মহাসড়কে দৈনন্দিন কাজে চলাচল করার জন্য আমাদের সকলের এ সকল রং এর সংকেত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
উপসংহার:
মহাসড়ক সংকেত হলো বিশেষ চিহ্ন বা প্রতীক, যা মহাসড়কে যানবাহন চালকদের সঠিক নির্দেশনা, সতর্কতা এবং নিয়ম মেনে চলতে সহায়তা করে। এসব সংকেত পথচারী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মহাসড়কে গাড়ি চালানোর সময় এসব সংকেত যথাযথভাবে মেনে চলা প্রত্যেকের দায়িত্ব। সড়ক দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়ক সংকেত সম্পর্কে সচেতন হওয়া এবং তা অনুসরণ করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন:
মহাসড়ক সংকেত কাকে বলে, মহাসড়ক সংকেত, ট্রাফিক সংকেত, রাস্তার চিহ্ন, মহাসড়ক নির্দেশিকা, সড়ক নিরাপত্তা সংকেত, ট্রাফিক নিয়ম, সড়ক চিহ্ন, ট্রাফিক সাইন বোর্ড, মহাসড়ক সাইন, সড়ক পরিবহন সংকেত, গাড়ি চালনার সংকেত, রোড সেফটি সংকেত, ড্রাইভিং সংকেত, ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তার লক্ষণ, ট্রাফিক লাইট সংকেত, হাইওয়ে সাইন, সড়ক নির্দেশিকা, রোড সাইন চিহ্ন, মহাসড়ক ট্রাফিক আইন,